সেরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিনের প্রথম চালানের বিতরণ শুরু

পুনের সেরাম ইনস্টিটিউট থেকে ভারতজুড়ে শুরু হয়েছে কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম চালানের বিতরণ কার্যক্রম। করোনার টিকা দান শুরুর চার দিন আগেই দেশটির বিভিন্ন স্থানে চালান পাঠানো শুরু করা হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) ভোরে নানা আনুষ্ঠানিকতা শেষে কড়া নিরাপত্তায় তাপমাত্রা নিয়ন্ত্রিত তিনটি ট্রাকে করে কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম চালান পুনের সেরাম ইনস্টিটিউট ত্যাগ করেছে।

ট্রাকগুলোতে টিকার ৪৭৮টি বক্স রয়েছে, যার প্রতিটি বক্সের ওজন ৩২ কেজি। পুনের বিমানবন্দর থেকে দু’টি কার্গোসহ ৮টি বাণিজ্যিক বিমানে টিকাগুলো ভারতের ১৩টি শহরে পাঠানো হচ্ছে।

বিকেলেই পশ্চিমবঙ্গে ভ্যাকসিনের চালান পৌঁছাবে বলে জানা গেছে। পরে রাজ্যের প্রধান মেডিকেল স্টোর থেকে ভ্যাকসিন পাঠানো হবে ৯৪১টি পয়েন্টে।