সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ সেনাবাহিনীতে চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর্মি মেডিকেল কোরে ৭৭তম ডিএসএসসি (এএমসি) ব্যাচে পুরুষ ও নারী উভয় প্রার্থী চাকরির আবেদনের সুযোগ পাবেন।

২২ জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

চাকরির বিস্তারিত https://joinbangladesharmy.army.mil.bd/তে পাওয়া যাবে।

বয়স: ১ জুলাই ২০২১ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর (অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়)

শিক্ষাগত যোগ্যতা

এসএসসি ও এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় জিপিএ-৫.০০ প্রাপ্তসহ সরকার কর্তৃক অনুমোদিত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্নকারীরা আবেদন করতে পারবেন।

বৈবাহিক অবস্থা

পুরুষ: অবিবাহিত (১ জুলাই ২০২১ তারিখে ২৬ বছরের ওপরে বিবাহিত প্রার্থী আবেদন করতে পারবেন। তবে প্রশিক্ষণের জন্য যোগদানের আগে বা পরে যে কোনো সময়ে ১ জুলাই ২০২১ তারিখে ২৬ বছর হয়নি এমন প্রশিক্ষণার্থী বা অফিসার বিবাহিত ছিলেন প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে)।

নারী: অবিবাহিত/বিবাহিত

শারীরিক মান (ন্যূনতম)

উচ্চতা: পুরুষ প্রার্থীদের জন্য ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) এবং নারী প্রার্থীদের জন্য ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি)।

ওজন: পুরুষদের জন্য ৫৭ কিলোগ্রাম (১২৬ পাউন্ড), নারীদের ৪৯ কিলোগ্রাম (১০৯ পাউন্ড)

বুক: পুরুষদের জন্য স্বাভাবিক-৩০ ইঞ্চি, প্রসারণ-৩২ ইঞ্চি, নারীদের জন্য স্বাভাবিক-২৮ ইঞ্চি, প্রসারণ-৩০ ইঞ্চি

উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন।