সূচকের উত্থানে লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক : দেশের দুই স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার মূল্যসূচকের উত্থানে লেনদেন শুরু হয়। সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ শেয়ারের দর বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২০ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির। আর দর কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির।

এই সময়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬০৬ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬৪ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ১৮১ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছ ২৫টির।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি টাকার শেয়ার।