সুয়ারেসের গোলে বার্সেলোনার জয়

গোল করার পথে সুয়ারেস

স্প্যানিশ লা লিগায় জয় অব্যাহত রেখেছে বার্সেলোনা। আগুনে এক ম্যাচে এস্পানিওলকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জয় এর লড়াইয়ে টিকে থাকলো কাতালানরা। সেই সঙ্গে শীর্ষে থাকা চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গেও পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে কিকে সেতিয়েনের দলে।

নিজেদের মাঠ ক্যাম্প ন্যুয়ে ম্যাচ হলেও জয় পেতে বেগ পেতে হয়েছে বার্সাকে। শুরু থেকে রক্ষণাত্মক ফুটবল খেলতে থাকা এস্পানিওল প্রথমার্ধ পযর্ন্ত নিজেদের গোলপোস্ট অক্ষত রেখেছিল। বিরতি থেকে ফিরে বার্সা ধার বাড়ায় আক্রমণে।

কিন্তু দ্বিতীয়ার্ধে ১০ জনের দল হয়ে পড়ে তারা। বদলি হিসেবে নেমে ৫০তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আনসু ফাতি। ৪৯তম মিনিটে ফাউল করেন তিনি। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট (ভিএআর) রেফারির সাহায্য নিয়ে ফাতিকে লাল কার্ড দেখানো হয়।

এর তিন মিনিট পরেই ১০ জনের দল হয়ে পড়ে এস্পানিওলও। ৫০তম মিনিটে ভিএআর’র সাহায্য নিয়ে পল লোজানোকে লাল কার্ড দেখান ম্যাচ রেফারি। সুযোগটা কাজে লাগায় সেতিয়েনের দল। ৫৬তম মিনিটে বার্সাকে কাঙ্খিত গোল এনে দেন লুইস সুয়ারেস। শেষ পযর্ন্ত ব্যবধানটি ধরে রেখে মাঠ ছাড়ে কাতালানরা।