সুস্বাদু কাবাব কেক তৈরী

আমরা সব সময় মিষ্টি কেক তৈরি করি। এটা কিন্তু মিষ্টি নয়, ঝাল কেক। এর নাম কাবাব কেক বা মিট কেক। নতুন ও অন্য রকম এই কাবাব কেক খেতে যেমন সুস্বাদু, তেমনি দেখতেও ভীষণ সুন্দর। যেকোনো অনুষ্ঠানে পরিবেশন করা যেতে পারে পোলাও অথবা বিরিয়ানির সঙ্গে ঠান্ডা অথবা গরম। এতে মেহমানদারিও জমে যাবে, পাবেন তারিফ।

উপকরণ:

১. গরুর মাংসের কিমা ৩ কাপ,
২. পেঁয়াজ মিহি কুচি ১ কাপ,
৩. আদাবাটা ১ চা–চামচ ও রসুনবাটা ১ চা–চামচ,
৪. ধনেগুঁড়া ১ চা–চামচ, জিরাগুঁড়া ১ চা–চামচ,
৫. গোলমরিচগুঁড়া ১ চা–চামচ, কাবাব মসলা ১ চা–চামচ,
৬. টালা শুকনা মরিচগুঁড়া ১ চা–চামচ
৭. ঝাল দিতে পারেন পছন্দ অনুয়ায়ী
৮. কাঁচা মরিচকুচি ১ চা–চামচ বা পছন্দ অনুযায়ী,
৯. ধনেপাতাকুচি ১ কাপ, পুদিনা পাতাকুচি ১ টেবিল চামচ,
১০.ডিম ৩টি, কর্ন ফ্লাওয়ার ১ টেবিল চামচ ও লবন স্বাদ অনুযায়ী নিতে পারেন।

প্রণালি

একটি পাত্রে মাংসের কিমা নিয়ে তাতে ডিম ছাড়া অন্যান্য সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে খুব করে চটকে নিতে হবে। এবার ভালোমতো ডলে তাতে ডিমগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর পছন্দ অনুযায়ী একটি কেকের মোল্ডে ভালো করে তেল অথবা ঘি ব্রাশ করে এতে মাংসের কিমা ঠেসে ঠেসে ভরতে হবে। সব কিমা ভালো করে ভরে ওপর থেকে সমান করে লেপে দিতে হবে। ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ফুল ফ্যানে ১০ মিনিট প্রি–হিট করে নেয়া ইলেকট্রিক ওভেনে।

কেক মোল্ডটি সাবধানে দিয়ে ১৮০°ডিগ্রি সেলসিয়াসে ১০ মিনিট বেক করতে হবে। ১০ মিনিট পর ওভেন খুলে সাবধানে কেক মোল্ডটি বের করে একটি কাঠি অথবা চিকন ছুরি কেকের ভেতর ঢুকিয়ে পরীক্ষা করতে হবে কতটুকু হলো সেটা। এ পর্যায়ে কেকের ভেতর থেকে জুস বের হবে। এরপর আরও ১০ মিনিট বেক করে নিতে হবে।

ওভেন থেকে বের করে ঠান্ডা হলে একটি পরিবেশনের পাত্রে নিয়ে নিলেই মজাদার কাবাব কেক খাওয়ার জন্য তৈরি।

এবার ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন।