সুরকার আলী হোসেন আর নেই

‘অশ্রু দিয়ে লেখা এ গান’, ‘কত যে তোমাকে বেসেছি ভালো’, ‘হলুদ বাটো মেন্দি বাটো’র মতো অসংখ্য শ্রোতাপ্রিয় গানের সুরকার কিংবদন্তি সংগীত পরিচালক আলী হোসেন (৮১) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের বোস্টন হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আলী হোসেনের দীর্ঘদিনের সহকারী নাদিম আহমেদ এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, দীর্ঘদিন ফুসফুসের জটিলতায় ভুগছিলেন এই সুরকার।

১৯৪০ সালের ২৩ মার্চ কুমিল্লায় আলী হোসেনের জন্ম। শতাধিক সিনেমায় সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন। তাঁর সৃষ্ট জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘হলুদ বাটো মেন্দি বাটো’, ‘চাতুরী জানে না মোর বধূয়া’, ‘অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না’, ‘আরে ও প্রাণের রাজা তুমি যে আমার’, ‘এ আকাশকে সাক্ষী রেখে এ বাতাসকে সাক্ষী রেখে’, ‘ও দুটি নয়নে স্বপনে চয়নে নিজেরে যে ভুলে যায় তুলনা খুঁজে না পায়’, ‘কে তুমি এলে গো আমার এ জীবনে’, ‘কত যে তোমাকে বেসেছি ভালো’সহ অসংখ্য গান। বাংলা চলচ্চিত্রে কাজ করার পাশাপাশি উর্দু ‘ছোট সাহেব’, ‘দাগ’, ‘আনাড়ি’, ‘কুলি’ ইত্যাদি চলচ্চিত্রে সংগীত পরিচালনার কাজ করেন আলী হোসেন।