সুন্দরবন বিভাগের কর্মকর্তাদের ঈদের ছুটি বাতিল

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবন বিভাগের সকল কর্মকর্তা- কর্মচারির ঈদের ( ঈদুল আজহার) ছুটি বাতিল করা হয়েছে।

ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড (বিশ্ব ঐতিহ্য এলাকা) সুন্দরবনের রাজা রয়েল বেঙ্গল টাইগারসহ ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণি ও ৩৩৪ প্রজাতির বৃক্ষরাজির বনজ সম্পদ রক্ষা এবং বনজীবীসহ দেশি-বিদেশি ইকোট্যুরিস্টদের (প্রতিবেশ পর্যটক) নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বন অধিদপ্তর ঈদের ছুটি বাতিলের এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সুন্দরবন বিভাগ বলছে, ম্যানগ্রোভ এই বনে বর্তমানে পর্যটন মৌসুম না হলেও ঈদের এই লম্বা ছুটিতে করমজল, শরণখোলা ও মুন্সিগঞ্জসহ সুন্দরবনের সকল লোকালয়ের ট্যুরিস্ট স্পটগুলোতে দেশি-বিদেশি ইকোট্যুরিস্টদের নিরাপত্তা ও বন্যপ্রাণিসহ বনজ সম্পদ রক্ষা করা কঠিন হয়ে দাঁড়ায়। সেখানে এবার সুন্দরবন বিভাগের সকল কর্মকর্তা- কর্মচারির ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও মো. সাইদুল ইসলাম বলেন, এবার ঈদুল আজহার ছুটিতে বন বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব কর্মস্থলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশনা মতে আমরা সুন্দরবনের বনজসম্পদ রক্ষায় কাজ করছি।

এ ছাড়া ছুটিতে বন এলাকার ট্যুরিস্ট স্পটগুলোতে দেশি-বিদেশি ইকোট্যুরিস্টদের নিরাপত্তা জোরদার করা হবে বলে জানান তিনি।