সুন্দরবনে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১ জন নিহত

খুলনা : সুন্দরবনে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু রবিউল বাহিনীর প্রধান মো. রবিউল ইসলাম গাজী (২৪) নিহত হয়েছেন।

রোববার ভোরে সুন্দরবনের কেয়াখালী খালের পূর্ব পাড়ে এ ঘটনা ঘটে। রবিউল খুলনার কয়রা উপজেলার মহারাজপুর গ্রামের রুহুল আমীন গাজীর ছেলে।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শমসের আলী বলেন, ‘কয়রার শাকবাড়িয়া নদীর লঞ্চঘাট থেকে শনিবার রাত ৮টার দিকে বনদস্যু রবিউলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তি মোতাবেক সুন্দরবনে অস্ত্র উদ্ধারে যাওয়ার পথে কেয়াখালী খালে পৌঁছালে রবিউলের সহযোগীরা পুলিশের ওপর গুলি চালায়। এ সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে রবিউল মারা যান।

তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে একটি রাইফেল, রাইফেলের পাঁচটি গুলি, বন্দুকের তিনটি গুলি, একটি রামদা ও চারটি হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে। রবিউলের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে।