সুন্দরবনে অপহৃত জেলেদের উদ্ধারে বিশেষ অভিযান

খুলনা প্রতিনিধি : অপহৃত জেলেদের উদ্ধারে রোববার থেকে সুন্দরবনের পশ্চিমাংশে বিশেষ অভিযান শুরু করেছে র‌্যাব-৬।

র‌্যাব-৬ খুলনার অপস অফিসার মো. জাহিদুল ইসলাম জানান, মুক্তিপণ দাবিতে অপহৃত জেলেদের উদ্ধারে সুন্দরবনের পশ্চিমাংশে বিশেষ অভিযান শুরু হয়েছে। বিশেষ করে সুন্দরবনের কালাবগি, মানকিরচর ও মাজাফুটো এলাকায় এ অভিযান চালানো হচ্ছে।

দুদিন আগে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা সুন্দরবনের দুধমুখী ও ভাইজোড়া খাল থেকে ২২ জেলেকে মুক্তিপণ দাবিতে অপহরণ করে। অপহৃত ওই জেলেদের কাছে জনপ্রতি দুই লাখ টাকা করে দাবি করেছে জাহাঙ্গীর বাহিনী। এ ছাড়া গত ৯ সেপ্টেম্বর একই এলাকা থেকে বনদস্যু সাগর বাহিনীর হাতে অপহরণ হয় ১১ জেলে। এরপর ১৪ সেপ্টেম্বর পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসিদ্ধির চর এলাকা থেকে ২০ জেলেকে অপহরণ করা হয়।