সুন্দরবনের বনদস্যু রোকন বাহিনীর দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার

খুলনা : সুন্দরবনের বনদস্যু রোকন বাহিনীর দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি বন্দুক, একটি টুটু-বোর রাইফেল ও চার রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ভোরে কয়রা থানা পুলিশ শাকবাড়িয়া নদীর পূর্ব পাশে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে খুলনার খানজাহান আলী থানার জাব্দিপুর গ্রামের দিদারুল খানের ছেলে বাদশা খাঁন (২২) ও কয়রা উপজেলার ৬ নম্বর কয়রা গ্রামের মাদার চন্দ্র মন্ডলের ছেলে ভবোসিন্ধু মন্ডল (৫০)।

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে স্থানীয় ৬ নম্বর কয়রা লঞ্চঘাটসংলগ্ন শাকবাড়িয়া নদীর পূর্ব পাশে সুন্দরবনের ভেতর ডাকাতির প্রস্তুতিকালে দুই বনদস্যুকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়। এ সময় রোকন বাহিনীর প্রধানসহ ১০/১৫ জন বনদস্যু পালিয়ে যায়।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি)শেখ শমসের আলী জানান, গ্রেপ্তারকৃকদের বিরুদ্ধে মামলা হয়েছে।