সুদানে উত্তরাঞ্চলীয় রাজ্যে অজ্ঞাত জ্বরে ৮ জনের মৃত্যু

সুদানে উত্তরাঞ্চলীয় রাজ্যে অজ্ঞাত জ্বরে ৮ জনের মৃত্যু

সুদানের উত্তরাঞ্চলীয় রাজ্যে অজ্ঞাত জ্বরে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বলা হয়, এ পর্যন্ত ৪২ জন ওই জ্বরে আক্রান্ত হয়েছে। ঘটনা অনুসন্ধানে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। কী কারণে এ ভয়াবহ জ্বর ছড়িয়েছে তা উদঘাটনে তদন্ত চলছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য ইতোমধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।

সুদানের চিকিৎসকদের ধারণা, দুষিত পানি থেকে এ রোগ ছড়িয়ে পড়তে পারে। গেলো কয়েক মাস ধরে দেশটিতে বন্যা অব্যাহত রয়েছে। দুষিত পানি বেশ কয়েকটি এলাকায় ছড়িয়ে থাকতে পারে বলে তাদের ধারণা। ওই পানি থেকে কলেরা, ডেঙ্গু জ্বর বা ম্যালেরিয়ার মতো ভয়াবহ রোগ ছড়াতে পারে বলেও সতর্ক করেন চিকিৎসরা।

জুন থেকে দেশটিতে বন্যা। মারা গেছে ১২১ জন। ৫৪ জন এখনো নিখোঁজ রয়েছে। ৫ সেপ্টেম্বর দেশটিকে প্রাকৃতিক দুর্যোগ এলাকা ঘোষণা দিয়ে তিন মাসের জরুরি অবস্থা জারি করেছে সুদানি ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কাউন্সিল।