সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারী চক্র শনাক্ত

সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে এক ছিনতাইকারী চক্রকে। ঢাকার এক বাসিন্দাকে ছুরিকাঘাতে হত্যার দু’দিন পর আটক করা হলো চক্রের পাঁচ সদস্যকে। এ সময় একটি পিকআপ ভ্যানও জব্দ করে চট্টগ্রামের ডবলমুরিং থানা পুলিশ।

তিন ছিনতাইকারী একটি রিকশার গতিরোধ করে। তারপর তারা রিকশার যাত্রীর ব্যাগ টানাটানির পর ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সিসিটিভির এই ফুটেজের ঘটনা গত ৫ সেপ্টেম্বর রাত ১২ টায় চট্টগ্রাম নগরীর চৌমুহনীতে।

ওই রাতে নিহত আইয়্যুবের বোন মামলা করলে ভিডিও ফুটেজ দেখে ডবলমুরিং থানার পুলিশ অভিযানে নামে। পরে ৭ সেপ্টেম্বর ডবলমরিং থানার পুলিশ নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে ৫ ছিনতাইকারীকে আটক করে। উদ্ধার করা হয় একটি পিকআপ ভ্যান ও দুটি ছুরি।

উপ-পুলিশ কমিশনার ফারুক উল হক বলেন, তারা একটি পিকআপ ভ্যানে করে শহরে এ ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছিলেন। যেকোনো সময়ে কোন পথচারীকে একা দেখলে তারা পথ আটকে তাদের জিনিসিপত্র ছিনিয়ে নিয়ে যেত।

এদের চার জনের বিরুদ্ধে নানা থানায় একাধিক মামলা রয়েছে। এ ধরনের আর কোন চক্র আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

নিহত আইয়ুব আলীর বাড়ি ঢাকার আদাবর থানায়।