সিলেটে বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে চার আটকের পর দুই দালালকে কারাদণ্ড

সিলেট : সিলেটে বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে চার দালালকে আটকের পর দুই দালালকে কারাদণ্ড প্রদান ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অপর দুই দালালকে শুধু জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহিদুল আলম ও অমিত চক্রবর্তীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এরা হলেন- নরসিংদীর আবদুল আজিজের ছেলে আসলাম আলী, সিলেট নগরীর শেখঘাটের আবদুল মজিদের ছেলে শাকিল আহমদ, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ির কসাব আলীর ছেলে আবুল হাসেম ও কুমিল্লা জেলার মাঝিগাছার আবদুল মজিদের ছেলে আবদুল আজিজ।

এর মধ্যে আসলামকে সাতদিনের কারাদণ্ড ও দুইশ’ টাকা জরিমানা, শাকিলকে চার দিনের কারাদণ্ড ও দুইশ’ টাকা জরিমানা, আবুল হাসেমকে পাঁচশ’ টাকা ও আবদুল আজিজকে চারশ’ টাকা জরিমানা করা হয়।

সিলেট জেলা প্রশাসন কর্তৃক এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহিদুল আলম।