সিলেটে নির্যাতনঃ অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে সুষ্ঠ তদন্ত হবে

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে সুস্থ তদন্ত হবে, দোষীকে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, ধর্ষণের বিচার সুস্থভাবে হওয়ার জন্য তদন্ত সঠিকভাবে করার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এ দেশের মানুষ সঠিক তদন্তের মাধ্যমে বিচার পায়; প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই নির্দেশনা দিয়েছেন। সিলেটের ঘটনাটি তদন্ত করা হচ্ছে; তার স্ত্রী মামলাটি করেছেন। সব বিষয় আমলে নিয়ে এটার তদন্ত করা হচ্ছে। যে দায়ী হবেন তাকে বিচারের সম্মুখীন হতে হবে। এ মামলার দায়িত্ব পিবিআইকে দেয়া হয়েছে; যাতে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হয়।