সিলেটে তরুণের ছুরিবিদ্ধ মরদেহ উদ্ধার

সিলেটে নগরের উপকণ্ঠের খাদিমে লেকের পাশে এক তরুণের ছুরিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে খাদিমনগরের বিআইডিসি এলাকার কৃষি গবেষণা খামারের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে শাহপরাণ থানা পুলিশ।

নিহত তরুণের নাম নাঈম আহমেদ শাহপরাণ (২০)। তিনি পাঁচঘড়ির মোহাম্মদপুর এলাকার নিজামুদ্দিনের ছেলে। তিনি পেশায় এসএস স্টিলের শ্রমিক।

বুধবার (২০ জানুয়ারি) সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের এ তথ্য জানিয়েছেন।

বিএম আশরাফ উল্লাহ তাহের জানান, মঙ্গলবার দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে নাইমের বন্ধু সবুজ ও রাব্বি তাকে জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য মোবাইলে ফোন করে। একাধিকবার ফোন পাওয়ার পর সে দ্রুত ঘর হতে বের হওয়ার জন্য তার বোন রোজিকে তাড়াতাড়ি খাবার দিতে বলে। একপর্যায়ে সে খাবার না খেয়েই তাড়াহুড়ো করে ঘর হতে বেরিয়ে যায়। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় এক অটোরিকশা চালকের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পুলিশ ওই তরুণের প্যান্টের পকেট থেকে পাওয়া মোবাইল ফোনের মাধ্যমে তার আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবগত করেন। সংবাদ পেয়ে আত্মীয়স্বজনরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এসে মৃতদেহটি শনাক্ত করেন।