সিলেটে ছাত্রী জখম ‘অপরাধীকে বিচারের সম্মুখীন হতেই হবে’

সচিবালয় প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সিলেটে ছাত্রীকে কুপিয়ে জখমের ঘটনায় জড়িত অপরাধীকে বিচারের সম্মুখীন হতেই হবে।’

মঙ্গলবার দুপুরে সচিবালয়ের মিডিয়া সেন্টারে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক’ শীর্ষক সংলাপে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী এ ব্যাপারে খুবই স্পষ্ট। তিনি কাউকেই ছাড় দেন না। সরকারি দল হোক, আর যে দলই হোক, যে মতের লোক হোক, যে পর্যায়ের লোক হোক, কাউকেই তিনি ছাড় দেন না। আপনারা ইতিমধ্যে সেটা লক্ষ্য করেছেন। সিলেটের ঘটনায় আমি জোর গলায় বলতে পারি, যে অপরাধ করেছে, তাকে আমরা অবশ্যই আইনের আওতায় আনব। বিচারের সম্মুখীন তাকে হতেই হবে।’

সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফের সভাপতি শ্যামল সরকার। সংগঠনের সেক্রেটারি সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী।