সিলেটে অবৈধ পলিথিন কারখানা- ফার্মেসিকে জরিমানা

কারখানা- ফার্মেসিকে জরিমানা

সিলেটে অবৈধ পলিথিন কারখানা ও বিভিন্ন ফার্মেসিতে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। অভিযানকালে পলিথিন তৈরি ও ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং ড্রাগ লাইসেন্স না থাকায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

বুধবার (২৬ আগস্ট) সকাল থেকে এ অভিযানে নামে জেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম। র‌্যাব-৯ এর একটি টিম অভিযানে সহযোগিতা করে। উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসনের কর্মকর্তারাও।

অভিযানে একটি পলিথিন তৈরির কারখানাকে ৩৫ হাজার টাকা ও ৩টি ফার্মেসিকে ১৩ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।