সিরিয়ায় বোমা হামলা, নিহত ৫

বোমা হামলা

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বোমা হামলার ঘটনায় অন্তত পাঁচজন বেসমারিক নাগরিক নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণলায় এই তথ্য নিশ্চিত করেছে।

তুর্কী সীমান্তের কাছাকাছি শহর রাস আল আয়ানের কেন্দ্রে এই বোমা হামলার ঘটনা ঘটেছে।

এক টুইট বার্তায় মন্ত্রণালয় জানিয়েছে, মানবতার শত্রু জঙ্গিরা পরিকল্পনা মতো মার্কেট এলাকায় উচ্চ দাহ্যক্ষমতা সম্পন্ন পদার্থের বিস্ফোরণ ঘটিয়ে ৫ নাগরিককে হত্যা করেছে। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।

ওই টুইট বার্তায় উল্লেখ করা হয়েছে, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে এবং তাদের সিরীয় জঙ্গি শাখা কুর্দিস পিপলস প্রোটেশন ইউনিট ওয়াইপিজি’র জঙ্গিরা শান্তিকামী মানুষকে টার্গেট করেছে।

তুরস্কের অপারেশন পিস স্প্রিং’র আওতায় রাস আল আয়ান শহরটি গতবছর অক্টোবরে ওই জঙ্গিগোষ্ঠীর হাত থেকে মুক্ত হয়। এবং এটিকে তুরস্কের নিরাপদ সীমান্ত হিসেবে ঘোষণা করা হয়। তুরস্কের তালিকাভুক্ত ওই দুই জঙ্গিগোষ্ঠীর সঙ্গে ৩০ বছর ধরে সংঘর্ষ চলে আসছে এবং এতে নারী, শিশুসহ প্রায় ৪০ হাজার বেসামরিক সিরীয় নাগরিকের মৃত্যু হয়েছে।