সিরিয়ায় ত্রাণবাহী গাড়ির যাত্রা বাতিল

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় ত্রাণবাহী গাড়িবহরের যাত্রা সাময়িক সমযের জন্য বাতিল করেছে জাতিসংঘ। ত্রাণবাহী গাড়িবহরে বিমান হামলার পর মঙ্গলবার জাতিসংঘ এ ঘোষণা দিয়েছে।

সোমবার অবরুদ্ধ আলেপ্পো শহরের কাছে ত্রাণবাহী গাড়িবহরে বিমান হামলা চালানো হয়। এতে ৩১টির মধ্যে ১৮ গাড়ি বিধ্বস্ত হয়েছে। হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবী ও গাড়ির চালক রয়েছে।

লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, হয় সিরিয়া সরকার অথবা রাশিয়ার যুদ্ধবিমান থেকে এ হামলা চালানো হয়েছে। তবে এ ব্যাপারে রাশিয়া অথবা সিরিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থার মুখপাত্র জেনস জানান, সংশ্লিষ্ট সকল পক্ষের কাছ থেকে ত্রানবহরের জন্য অনুমতি নেওয়া হয়েছিল এবং রাশিযা ও যুক্তরাষ্ট্রকে বিষয়টি জানানো হয়েছিল।

তিনি বলেন, ‘জরুরি নিরাপত্তার প্রয়োজনে সিরিয়ার ভেতরে অন্য ত্রাণবাহী গাড়িগুলোর সাময়িক যাত্রা বাতিল করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি আরো পর্যবেক্ষণ করা হচ্ছে।’