সিরিজ নির্ধারণী ম্যাচটি জমজমাট হবে

ক্রীড়া প্রতিবেদক : হাতের মুঠোয় থাকা ম্যাচ হাতছাড়া করে ইংল্যান্ডকে জিতিয়েছিল বাংলাদেশ।

কিন্তু দ্বিতীয় ম্যাচে একই ভুল করেনি টাইগাররা। ৩ ম্যাচ সিরিজ এখন ১-১ সমতা। ১২ অক্টোবর বন্দরনগরী চট্টগ্রামে হবে তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচ। যে জিতবে সে পড়বে সেরার মুকুট।

ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক জস বাটলার মনে করেন সিরিজ নির্ধারণী শেষ ম্যাচটি বেশ জমজমাট হবে।

শনিবার দ্বিতীয় ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে বাটলার বলেন, ‘অবশ্যই চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ফাইনাল ম্যাচ জমজমাট হবে। আমি মনে করি আমরা এখনো বেশ আত্মবিশ্বাসী। শারীরিকভাবেও শক্ত অবস্থানে আছি। আমরা একদিনের ট্রেনিং পাব, পাশাপাশি বিশ্রামেরও সুযোগ পাব। আশা করছি সামনের সব ম্যাচ আমাদের পক্ষেই থাকবে।’

২৩৮ রান তাড়া করতে গিয়ে ৩৪ রানে হেরেছে বাটলারের দল। ইংল্যান্ড অধিনায়কের মতে, হারের প্রধান কারণ ম্যাচ পরিস্থিতি ধরে রাখতে না পারা। এ জায়গায় পিছিয়ে যাওয়ার কারণে হারের তিক্ত স্বাদ পেয়েছে ইংল্যান্ড লায়ন্স।

বাটলার বলেন, ‘আমরা ভালো একটি ম্যাচ খেলেছি। আমাদের জয়ের ভালো একটি সুযোগ ছিল। কিন্তু আমরা শেষ পর্যন্ত লড়াইয়ে টিকে থাকতে পারিনি। শুরুতে ‍উইকেট হারাই। পরবর্তীতে ফিরে আসলেও শেষ ফিনিশিং দিতে পারিনি।’

মাশরাফির পারফরম্যান্স নিয়ে বাটলার বলেছেন, ‘আজকের ম্যাচটি পুরোটাই তার। সে আক্রমণাত্মক ব্যাটিং করে স্কোরবোর্ড সচল রেখেছে। বোলিংয়ে দারুণ করেছে। তবু ২৪০ রান তাড়া করে জয় পাওয়া যেত। কিন্তু আমরা পারিনি।’