সিরাজগঞ্জে ২৭ মাদকসেবীর কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে মাদকপল্লীখ্যাত মাহমুদপুর ও রেলওয়ে কলোনিতে বিশেষ অভিযানে ২৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেল ৩টায় শহরের মাহমুদপুর ও রেলওয়ে কলোনির আট মাদক স্পটে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো. শামীমুর রহমান এ কারাদ-াদেশ দেন।

অভিযানে উপস্থিত ছিলেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারেক, উপ-পরিদর্শক (এসআই) আজিম, রায়হান, এএসআই রওশানুল খবির, আনিছুর রহমান প্রমুখ।

সাজাপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার রেলওয়ে কলোনির দুলাল শেখের ছেলে সেলিম (৩০), বেল্লাল শেখের ছেলে তাহের (৪০), তোরাব আলীর ছেলে সোহেল (২৫), সোনা উল্লাহর ছেলে সাত্তার (৪০), মতি শেখের ছেলে জালাল (৩০), মাছুমপুর মহল্লার বুলু শেখের ছেলে সাকমান (৩২), মনসুর আলীর ছেলে জনি (২৮), রহিম উদ্দিনের ছেলে লাল চাঁদ (১৮), একডালা মহল্লার মন্টু শেখের ছেলে টিটু (৪০), শাহ আলমের ছেলে শামীম (২৭), রায়পুর মহল্লার মানিক হোসেনের ছেলে আসলাম (৫০), শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাতী মিন্নত আলীর ছেলে শফিকুল (৪০), জিন্নত আলীর ছেলে সুমন (৩০), হোসেনপুর মহল্লার পিতলের ছেলে ইদুল (৩০), টাঙ্গাইল জেলার কালিহাতির কুদ্দিনের ছেলে মান্নান শেখ (৪৫), ভুয়াপুর থানার মাটিকাটা এলাকার জালাল উদ্দিনের ছেলে রাসেল (৩০), শহিদগঞ্জ মহল্লার জহুরুল হোসেনের ছেলে আমিনুল (৩২), মিরপুর মহল্লার জব্বার শেখের ছেলে মিঠু (৫০), আকবর হোসেনের ছেলে শাহাদৎ (৪০), খোকশাবাড়ী ইউনিয়নের তালেবের ছেলে আসলামসহ (৪০) মোট ২৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেন ভ্রাম্যমাণ আদালত।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের মাহমুদপুর ও রেলওয়ে কলোনি মহল্লায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ২৭ জনকে আটক করে পুলিশ। মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে মাদকপল্লীগুলোতে অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।