সিরাজগঞ্জের সব মার্কেট রোববার থেকে বন্ধ

জেলা প্রতিবেদকঃ সিরাজগঞ্জের সব মার্কেট রোববার (১৭ মে) থেকে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

শুক্রবার (১৫ মে) রাতে করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ১৭ মে থেকে সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন জানান, গত ১০ মে স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সীমিত পরিসরে দোকানপাট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু গত পাঁচদিনে মার্কেটগুলো পর্যবেক্ষণ করে দেখা যায় স্বাস্থ্যবিধি না মেনে ক্রেতারা গয়ে গা ঘেঁষে অবস্থান করছেন। অনেকেই মাস্ক ছাড়াই মার্কেটে আসেন।

‘বাইরে হাত জীবাণুমুক্ত করার কোনো ব্যবস্থাও নেই। এতে করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি বাড়ার আশংকা করা হচ্ছে। এসব বিষয় নিয়ে শুক্রবার রাতে জেলা প্রশাসকের ডাক বাংলোয় জরুরি আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সব দোকানপাট, বিপণিবিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার ভোর ৬টা থেকে এ ঘোষণা কার্যকর হবে।