সিনহা হত্যাকান্ডঃ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটির প্রতিবেদন জমা

মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান পুলিশের গুলিতে নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি সোমবার (০৭ সেপ্টেম্বর) রিপোর্ট জমা দেবে।

কমিটির চার সদস্যকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সশরীরে হাজির হয়ে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার মো. মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।

নন্দ দুলাল, লিয়াকত থেকে শুরু করে ওসি সাহেব, ওসি সাহেবের সাথে যারা ফোর্স ছিলেন, গাড়ির ড্রাইভার আমরা তাদের সঙ্গেও কথা বলেছি। যেটি আমাদেরকে সরকারের তরফ থেকে নির্দেশনা দেয়া হয়েছে সুপারিশ প্রণয়নের জন্য। যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। সে বিষয়ে আমরা সুপারিশ প্রণয়ন করেছি। ৭ তারিখের মধ্যে কমিটির ৪ জন উপস্থিত থেকে মন্ত্রণালয়ে আমরা রিপোর্টটি জমা দেব।