সাড়ে ৯ হাজার নার্স নিয়োগের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : সরকারি হাসপাতালগুলোতে সিনিয়র স্টাফ নার্স নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৯ হাজার ৪৮৪ জনকে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়।

রোববার দুপুরে পিএসসির বৈঠকে এ ফল অনুমোদন করা হয়। ফলাফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

পিএসসি সূত্র জানায়, মোট আবেদন করেন ১৮ হাজার ৬৩ জন। ৩ জুন হয় প্রাথমিক বাছাই পরীক্ষা। এতে ১১ হাজার ৪৩০ জন অংশ নেন। উত্তীর্ণ হন ১১ হাজার ৯৫ জন। তাদের মধ্যে থেকে ৯ হাজার ৪৮৪ জনকে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়। এ ছাড়া ১২৫ জনের ফল স্থগিত রাখা হয়।

নিয়োগের সুপারিশ করা নার্সদের মধ্যে ৯৬১ জন বিএসসি, আর বাকিরা ডিপ্লোমাধারী।

সম্প্রতি নার্স পদটিকে বর্তমান সরকার দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করে। ফলে পিএসসির মাধ্যমে এই নিয়োগ দেওয়া হচ্ছে।

চলতি বছরের ২৮ মার্চ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আজ রোববার ৫ মাস ৬ দিনের মধ্যে চূড়ান্ত নিয়োগের সুপারিশ করা হলো।

নার্সদের দেখভালের দায়িত্বে নিয়োজিত সেবা পরিদপ্তরের একটি সূত্র জানায়, বর্তমানে হাসপাতালগুলোতে ১৮ হাজার নার্স কাজ করছেন।