সার্চ কমিটি : ‘বিতর্ক করলে বিএনপিরই ক্ষতি হবে’

সচিবালয় প্রতিবেদক : সার্চ কমিটি নিয়ে বিতর্ক তৈরি করলে বিএনপি নিজেও ক্ষতিগ্রস্ত হবে, দেশও ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ।

নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য গঠিত সার্চ কমিটি বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমরা যা করি বিএনপি সেটারই বিরোধিতা করে। তারা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর সন্তোষ প্রকাশ করেছিল। রাষ্ট্রপতি সব দলের সঙ্গে আলোচনা করেই সার্চ কমিটি গঠন করেছেন। তার বিরোধিতা করা উচিত হয়নি।’

এর আগে সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের রাষ্টদূত মাসাতো ওয়াতানাবে।

সাক্ষাতের পর বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরো বলেন, ‘২০১৯ সালে নির্বাচন হবেই। কাজেই এভাবে তড়িৎ গতিতে মন্তব্য করা বিএনপির ঠিক হয়নি।’

তিনি বলেন, ‘সার্চ কমিটি যাদের নাম প্রস্তাব করবে তাদের মধ্য থেকেই প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশন গঠন করা হবে এবং সেই কমিশনের অধীনে নির্বাচন হবে। ওই নির্বাচনে তো বিএনপিও অংশ নেবে। তাই বিরোধিতা করা কি ঠিক হয়েছে? বিতর্ক তৈরি করলে বিএনপি নিজেও ক্ষতিগ্রস্ত হবে, দেশও ক্ষতিগ্রস্ত হবে।’

প্রসঙ্গত, নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির সদস্যদের নাম শুনে ক্ষোভ প্রকাশ করে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সার্চ কমিটিতে যাদের নাম শোনা যাচ্ছে, তারা সবাই আওয়ামী লীগের পছন্দের লোক। এতে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি।’

জাপানের রাষ্টদূত মাসাতো ওয়াতানাবের সঙ্গে বৈঠকের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জাপান আমাদের দীর্ঘ দিনের বন্ধুদেশ। বর্তমানে ২৪০টি জাপানি কোম্পানি বাংলাদেশে কাজ করে। জাপান ও বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য এখন প্রায় ২.৫ বিলিয়ন ডলার। আগামীতে দুই দেশের মধ্যে বিনিয়োগের পরিমাণ আরো বাড়বে।’

এ ছাড়া বাংলাদেশের ইপিজিডে জাপানি ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বানও জানান মন্ত্রী।

এদিকে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘হলি আর্টিজানের ঘটনার পর বাংলাদেশ সরকার এদেশে অবস্থানরত সব জাপানি নাগরিকের নিরাপত্তার বিষয়ে যে সহায়তা করেছে তাতে আমরা সন্তুষ্ট।’