সার্ক নেতাদের বিশেষ বৈঠক বিকালে

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসের বৈশ্বিক হুমকি মোকাবিলায়, কার্যকর যৌথ কৌশল গ্রহণ করতে বিকেলে বিশেষ বৈঠকে বসছেন সার্ক নেতারা৷ রোববার বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে এই ভিডিও কনফারেন্সে যোগ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সার্কের অন্যান্য নেতাদের৷

এর আগে, গেলো শুক্রবার বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কোভিড-১৯ মোকাবিলায় দক্ষিণ এশীয় দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই আহ্বানে বাংলাদেশের পাশাপাশি সার্কভুক্ত আরো বেশ ক’টি দেশের ইতিবাচক সাড়া পেয়েছে ভারত৷

বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা এই আলোচনায় যোগ দেয়ার ব্যাপারে ইঙ্গিত দিলেও, এতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পক্ষে দেশটির স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা প্রতিনিধিত্ব করবেন বলেও জানা গেছে৷ বেশ ক’বছর কার্যত নিষ্ক্রিয় থাকার পর করোনা ভাইরাসকে কেন্দ্র করে আজ আবারো সরব হতে যাচ্ছে আঞ্চলিক এই সংস্থা