সারাদেশে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের প্রতিরোধে সারাদেশে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বিকেলে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে কুর্মিটোলা হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

প্রথম দিনের এ কর্মসূচিতে ৩০ জন সম্মুখযোদ্ধাকে এ ভ্যাকসিন দেওয়া হচ্ছে। দেশের ইতিহাসে প্রথমাবারের মতো ভ্যাকসিন নিচ্ছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা কস্তা।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন রেডি হওয়ার পর বেক্সিমকো যখন আমাকে জিজ্ঞেস করলো, তখন আমি বললাম যতো দ্রুত পারা যায় কিনে ফেলো। এই জন্য আমরা সেরাম ইনস্টিটিউটের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি করেছি।”

তিনি বলেন, “করোনা যখন শুরু হয় তখন এমন একটা আতঙ্ক দেখা দেয় যে বাবা-মার লাশও অনেকেই দাফন করতে এগিয়ে যায়নি। এমন পরিস্থিতিতে সরকারের নানা প্রতিষ্ঠান এবং আমাদের দলের কর্মীরা এগিয়ে গেছে। আজকের দিনে আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”

তিনি বলেন, “যারা এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছে আমি তাদের শোকসন্তপ্ত পরিবারের কাছে সমবেদনা জানাচ্ছি।”