৩৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার

সাভারে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাভার বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৩৩৩ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (১৫ আগস্ট) ভোরে আরএস টাওয়ার এর সামনে চেকপোস্ট বসিয়ে একটি বাস থেকে তাদের গ্রেফতার করা হয়।

দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বাসে করে ফেনসিডিল বহন হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ একটি দল সাভার বাসষ্ট্যান্ড এলাকায় আরএস টাওয়ার এর সামনে চেকপোস্ট বসায়। পরে হাই-ট্রাভেলসের বাসটি ওই স্থানে পৌঁছালে র‌্যাবের দলটি সেখানে অভিযান চালিয়ে বাসের বাম পাশের বাহিরের অংশের পিছনের বক্স থেকে দুই ক্যারেটে ৩৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় ফেনসিডিল বহনের দায়ে বাসে থাকা দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাব আরও জানায়, আসামিরা দীর্ঘদিন যাবত বিভিন্ন পরিবহনে কৌশলে মাদকদ্রব্য বহন করে আসছিল। এবং ওই মাদকদ্রব্যগুলো রাজধানীসহ দেশে বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করতো।

গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুরের মো. সোহেল রানা (৩২) ও মো. মাসুদ মোল্লা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‌্যাব।