ময়নাতদন্ত

সাবেক মেজর সিনহাকে আরো দুই গুলি করল কে?

সিনহা

কক্সাবাজারে সেনাবাহিনীর সাবেক মেজর নিহত সিনহা মো. রাশেদ খানের শরীরে পুলিশের হিসাবের চেয়ে দুটি বেশি গুলির আঘাত ছিল। সিনহা ময়নাতদন্তে এমন তথ্য উঠে এসেছে।

ঘটনার পর টেকনাফ থানায় উপপরিদর্শক (এসআই) নন্দদুলাল রক্ষিত এজাহারে উল্লেখ করেন, সিনহার শরীরে চারটি গুলি আঘাত রয়েছে। কিন্তু কক্সবাজার সদর হাসপাতালের মর্গে সিনহার সুরতহাল প্রতিবেদন করেন এসআই মো. আমিনুল ইসলাম।

ওই প্রতিবেদনে লেখা রয়েছে, সিনহার ‌বাঁ পাশে কাঁধের নিচে গভীর রক্তাক্ত জখম একটি, বাঁ কোমরের ওপর একটি, বাহুতে একটি, বাঁ পাঁজরে একটি, পিঠের পেছনে একটি এবং কোমরের ভেতরে একটিসহ মোট ছয়টি গুলির চিহ্ন রয়েছে।

এসআই মো. আমিনুল ইসলাম নিয়ম অনুযায়ী, যে অবস্থায় মৃতদেহটি পেয়েছেন, তার বিবরণ লিপিবদ্ধ করেছেন। এই সুরতহাল করার সময় সেখানে উপস্থিত ছিলেন মর্গের কর্মী আহামদ কবির মনু।

এসআই আমিনুল ইসলাম বুধবার (০৫ জুলাই) গণমাধ্যমকে বলেন, ৩১ জুলাই দিনগত রাত দেড়টার দিকে তিনি মৃতদেহটির সুরতহাল করেন। যেখানে যে জখম পেয়েছেন, সেভাবেই লিখেছেন। তিনি ছয়টি গুলির আঘাত পেয়েছেন।