খোলপেটুয়া ও কপোতাক্ষ নদের বাঁধ

সাতক্ষীরায় বাঁধ ভেঙে ৫০ গ্রাম প্লাবিত

বাঁধ ভেঙে ৫০ গ্রাম প্লাবিত

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া ও কপোতাক্ষ নদের বাঁধ ভাঙা জোয়ারের পানিতে ভেসে গেছে প্রায় ৫০ টি গ্রাম।

পানি উন্নয়ন বোর্ডের ভেড়ি বাদ রক্ষা করতে না পারায় হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। গরু ছাগল হাঁস মুরগি ভেসে গেছে। ভেসে গেছে মাছের ঘের, তলিয়ে গেছে ফসল। শতশত কাঁচা ঘরবাড়ি ধসে পড়েছে। পাকা রাস্তা পানির স্রোতে ভেঙে গেছে।

এলাকাবাসী জানায়, আশাশুনির প্রতাপনগরের চাকলা দিঘলারাইট সুভদ্রকাটি রুয়ার বিল কুড়িকাহনিয়া শ্রীপুর হরিশ খালি হরিখালী হিজলা কোলা ও শ্রীউলা ইউনিয়নের হাজরাখালি বাঁধ ভেঙে পানিবন্দি হয়ে পড়ে ৫০টি গ্রামের মানুষ। এখানে বিশুদ্ধ খাবার পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম বিপাকে দিন কাটাচ্ছে শত শত মানুষ।

তাদের অভিযোগ পানি উন্নয়ন বোর্ড ভেরিবাঁধ ঠিক রাখতে পারলে তারা ডুবে মরতো না । সরকারি ত্রাণ যা এসেছে অনেকেই তা পায়নি যদিও তারা প্রাণ চায় না তারা চায় টেকসই বেড়িবাঁধ।