সাতক্ষীরার তালা ইউএনও’র উপর হামলার ঘটনায় মামলা দায়ের

হেলাল উদ্দীন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি : তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন’র উপর হামলার ঘটনায় অবশেষে মামলা দায়ের হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার’র গাড়ি চালক মো. রোকনুজ্জামান বাদী হয়ে বুধবার তালা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ১১জন ব্যক্তির নাম উল্লেখ সহ অজ্ঞাত ৭০ থেকে ৮০জন ব্যক্তিকে আসামী করা হয়েছে।

তালা থানার ওসি মো. মেহেদী রাসেল জানান, গত সোমবার উপজেলার মাদরা গ্রামে সরকারি খাল থেকে নেটপাটা অপসারনকালে ইউএনও’র উপর হামলা চালানো হয়। এঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি চালক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। যার নং: ০৪, তাং : ০৬/১১/১৯। ধারা : ১৪৩, ৩৩২, ৩৫৩ ও ৩৭৯। এঘটনায় বৃহস্পতিবার সকাল পর্যস্ত কোনও আসামী আটক হয়নি। তবে, আসামীদের আটকে অভিযান অব্যাহত রাখা হয়েছে বলে- ওসি মো. মেহেদী রাসেল জানান।উল্লেখ্য, গত সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন বালিয়াদহ গ্রামের লোকজন নিয়ে মাদরা গ্রামে খোবরাখালী খাল জলমহাল উন্মুক্ত করেন। পরে মাদরা মন্দির কমিটির নিয়ন্ত্রনে থাকা ওই জলমহালের অন্য অংশ উন্মুক্তকালে গ্রামবাসী ইউএনওকে লাঞ্চিত করে।