সাটুরিয়ায় বন্যার চরম অবনতি ব্যাপক ভোগান্তিতে জনসাধারণ

শাহাদুর রহমান, সাটুরিয়া প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া, (৯)টি ইউনিয়ন নিয়ে গঠিত এই থানা। এই এলাকার অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল।
কিন্তু বন্যার চরম অবনতির কারণে হাজার হাজার কৃষকের ফসলের মাঠ ডুবে গেছে বন্যার পানিতে। ডুবে গেছে অধিকাংশ স্কুল-কলেজের মাঠ সহ এলাকার জনগণের চলাচলের রাস্তা। দিন দিন বেড়েই চলেছে এই চরম দুর্ভোগ।
উপজেলার বিভিন্ন হাট-বাজারে থৈ থৈ করছে বন্যার পানি। কোনরকম খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে অধিকাংশ পরিবার।
আবার ইতিমধ্যে, নিজের বাসস্থান ছেড়ে অন্যথায় অবস্থান করছে অনেক পরিবার। উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, কিছু কিছু পরিবার খাদ্যের সহায়তা পেয়ে থাকলেও এই খাদ্যের সহায়তা থেকে বঞ্চিত অনেক পরিবার।
উপজেলার কান্দাপাড়া গ্রামের  শুকুর আলী আমাদের জানান, বন্যার কারণে চরম কষ্টে দিন কাটাচ্ছে তার পরিবার। তার ঘরে খাদ্যের মজুদও নেই। এমন বিপাকে আছে উপজেলার হাজারো পরিবার।