সাঙ্গাকারা-সাঈদ আনোয়ারকে ছাড়িয়ে তামিম

ক্রীড়া প্রতিবেদক : আগের ম্যাচেই কুমার সাঙ্গাকারাকে ছুঁয়েছিলেন। লঙ্কান গ্রেটকে এবার ছাড়িয়েও গেলেন তামিম ইকবাল। বাংলাদেশের সেরা ওপেনার ছাড়িয়ে গেলেন পাকিস্তানি গ্রেট সাঈদ আনোয়ারকেও।

ওয়ানডে ক্রিকেটে একক কোনো ভেন্যুতে তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড এখন তামিম ইকবালের।

শনিবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে নামার আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তামিমের রান ছিল ২১৫৬।

কলোম্বোর প্রেমাসাদা স্টেডিয়ামে ২১৫৬ রান সাঙ্গাকারারও। তবে গড়ে তামিমের থেকে এগিয়ে ছিলেন ২০১৫ বিশ্বকাপে ওয়ানডেকে বিদায় বলা সাঙ্গাকারা। আফগানিস্তানের বিপক্ষে রানের খাতা খুলতেই সাঙ্গাকারাকে ছাড়িয়ে যান তামিম।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ২১৭৯ রান নিয়ে এ তালিকায় এতদিন তিনে ছিলেন সাঈদ আনোয়ার। তামিম ২৪ রানে পৌঁছানোর পর ছাড়িয়ে গেছেন সাঈদ আনোয়ারকেও।

তামিমের ওপরে আছেন কেবল ইনজামাম-উল-হক ও সনাৎ জয়াসুরিয়া। কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ২৫১৪ রান করে সবার ওপরে জয়াসুরিয়া। শাহজাহ ক্রিকেট স্টেডিয়ামে ২৪৬৪ রান করে জয়াসুরিয়ার পরে আছেন ইনজি। এই দুজনকেও ছাড়িয়ে যাওয়া তামিমের জন্য স্রেফ সময়ের ব্যাপার!

ওয়ানডেতে একক কোনো ভেন্যুতে সর্বোচ্চ রান
খেলোয়াড় ভেন্যু ম্যাচ ইনিংস রান গড় সর্বোচ্চ সেঞ্চুরি/ফিফটি
সনাৎ জয়াসুরিয়া প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো ৭১ ৭০ ২৫১৪ ৩৮.৬৭ ১৩০ ৪/১৯
ইনজামাম-উল হক শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, ৫৯ ৫৯ ২৪৬৪ ৫০.২৮ ১৩৭* ৪/১৭
তামিম ইকবাল শের-ই-বাংলা স্টেডিয়াম, মিরপুর ৬৯* ৬৮ ২২১১ ৩৩.৫০ ১৩২ ৪/১৪
সাঈদ আনোয়ার শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, ৫১ ৫১ ২১৭৯ ৪৫.৩৯ ১৩১ ৭/১১
কুমার সাঙ্গাকারা প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো ৬২ ৫৮ ২১৫৬ ৪২.২৭ ১৬৯ ২/১৫
সাকিব আল হাসান শের-ই-বাংলা স্টেডিয়াম, মিরপুর ৭০ ৬৭ ২১১৫ ৩৯.১৬ ১০৬ ২/১৭
রিকি পন্টিং মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ৪১ ৪১ ২১০৮ ৫৬.৯৭ ১২৩ ৭/১৫
মুশফিকুর রহিম শের-ই-বাংলা স্টেডিয়াম, মিরপুর ৭৫ ৭০ ২০৩২ ৩৩.৮৬ ১০৭ ২/১১

তথ্যসূত্র: ক্রিকইনফো।