সহকারী অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম আর নেই

বিশেষ প্রতিবেদকঃ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. রেজাউল করিম হেলাল মারা গেছেন।

বৃহস্পতিবার রাত ১টা ৪০ মিনিটের শ্যামলী সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন আমিন উদ্দিন মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজাউল করিম দীর্ঘদিন ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তার হার্ট অ্যাটাক হয়। এরপর তাকে লাইফ সাপোর্টে দেয়া হয়েছিল।

রেজাউল করিম ২০১৯ সালের ৭ জুলাই বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং ৮ জুলাই কাজে যোগ দিয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি মিরপুর -১ নম্বরে মধ্য পাইকপাড়ায় বসবাস করতেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যার্টনি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।