সর্বনাশা মেঘনা আমার স্বামীকে খাইছে

নরসিংদী প্রতিনিধি : পরিবারে সচ্ছতা ফিরিয়ে আনতে চরসুবুদ্ধি ইউনিয়নের অনেকেই গরুর ব্যবসার সঙ্গে জড়িত। মেঘনায় নৌকাডুবিতে নিহত চার ব্যক্তিও ছিলেন গরু ব্যবসায়ী। নিহতরা হলেন- আব্দুল্লাপুর দায়রেরপাড় গ্রামের ফরিদ মিয়া, আব্দুল্লাপুর গ্রামের আব্দুল হক, মেহেরনগরের খলিল মিয়া ও বাহেরচর গ্রামের আনোয়ার হোসেন। প্রতিদিনের মতো গত মঙ্গলবারও তারা গিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাইশমৌজা গরুর হাটে। সেখান থেকে গরু কিনে বিকেলে ফিরছিলেন নিজেদের বাড়ি। কিন্তু পথিমধ্যে বাড়ির পাশের মেঘনা নদীতে তাদের বহন করা নৌকাডুবিতে নিখোঁজ হন তারা। নৌকাডুবির দুদিন পর আজ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলের প্রায় তিন কিলোমিটার দূরে নিলক্ষা ইউনিয়নের হরিপুর এলাকায় মেঘনা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। সকাল ১১টার দিকে লাশ নিয়ে বাড়ি পৌঁছার পর স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠে। প্রতিটি পরিবারে শুরু হয় মাতম। স্বামীর লাশ পেয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন মেহেরনগরের খলিল মিয়ার স্ত্রী। চোখে-মুখে পারি ছিটিয়ে জ্ঞান ফেরোনোর চেষ্টায় স্বজনরা। জ্ঞান ফিরতেই আবার আর্তনাদ। ‘আমার স্বামীকে ফিরেয়ে দাও। সর্বনাশা মেঘনা আমার স্বামীকে খেয়ে ফেলেছে। আমি এখন কী নিয়ে বাঁচব?’ ছেলের লাশ দেখে হতবিহ্বল হয়ে পড়েন নিহত আনোয়ার হোসেনের বৃদ্ধ বাবা আব্দুল হক। তিনি বলেন, এখন আনোয়ারের ছোট ছেলেমেয়েগুলো কাকে বাবা ডাকবে? ডুবে যাওয়া নৌকার যাত্রী মোমেন ফরাজি বলেন, চোখের সামনে আমার ভাই ডুবে গেল। প্রচ- ঢেউ তাকে দূরে ঠেলে নিয়ে গেল। শত চেষ্টা করেও তাকে বাঁচাতে পারিনি। শুধু বাহেরচরের আনোয়ার হোসেনের বাড়িতেই নয়, এমন কান্নার রোল আব্দুল্লাহপুরের আব্দুল হক, ফরিদ মিয়া ও মেহেরনগরের খলিল মিয়ার বাড়িতেও। প্রিয় মানুষের মরদেহ কাছে পেয়ে আহাজারি বেড়ে যায় কয়েকগুণ। নিহতের স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে এলাকার পরিবেশ। গ্রামজুড়ে এখন শোকের ছায়া নেমে এসেছে। গত মঙ্গলবার ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাইশমৌজা বাজার থেকে ১৫-১৬ জন গরুর ব্যবসায়ী গরু কিনে রায়পুরার চরসুবুদ্ধিতে ফিরছিলেন। ফেরার পথে সন্ধ্যা ৭টায় শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ার চর গ্রামসংলগ্ন মেঘনায় ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় কয়েকজন ব্যবসায়ী সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও উল্লিখিত চার ব্যবসায়ী নিখোঁজ হন। দুদিন পর বৃহস্পতিবার সকালে রায়পুরার নিলক্ষার ইউনিয়নের হরিপুর এলাকায় মেঘনা নদীতে চারটি মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। পরে নিহত চার ব্যবসায়ীর স্বজনরা মরদেহগুলো শনাক্ত করে নিয়ে যান।

norshingdhi2