সরকারি সফরে ঢাকায় হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী

সরকারি সফরে বুধবার রাতে ঢাকায় পৌছেছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো। তার এ সফরে ঢাকা-বুদাপেস্টের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত একটায় বিশেষ বিমানে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

পিটার সিজার্তো বৃহস্পতিবার সকাল ১১ টায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে তিনি বৈঠক করবেন। একই দিন বিকেল পৌনে তিনটায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। এ সময় দু’দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে।

বিকেল ৪ টায় দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

এছাড়া তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন।

সফর শেষে বৃস্পতিবার সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করবেন।