সময় টিভির টক শোর সিডি তলব

নিজস্ব প্রতিবেদক : সময় টেলিভিশনে ৩০ আগস্ট রাতে প্রচারিত একটি টক শোর বক্তব্য আদালত অবমাননাকর কি-না, তা খতিয়ে দেখতে ওই অনুষ্ঠানের অডিও, ভিডিওর সিডি তলব করেছেন আপিল বিভাগ।

আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে সময় টেলিভিশনের কর্তৃপক্ষকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দপ্তরে ওই সিডি জমা দিতে বলা হয়েছে।

বুধবার সকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম টক শোর বিষয়টি নজরে আনলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

অ্যাটর্নি জেনারেল আদালতে বলেন, গত রাতে টক শোতে আপিল বিভাগ, মীর কাসেম আলীর মামলার রায় ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বক্তব্য দেওয়া হয়েছে। এসব বক্তব্যে আদালত অবমাননাকর কোনো মন্তব্য আছে কি-না, তা খতিয়ে দেখা দরকার। এরপরই টক শোর রেকর্ড তলব করেন সর্বোচ্চ আদালত।

জানা গেছে, মঙ্গলবার রাত ১০টায় সময় টিভি’র আলোচনা অনুষ্ঠান ‘সম্পাদকীয়’তে ‘‘যুদ্ধাপরাধের বিচার এবং ‘কাঠগড়ায়’ প্রসিকিউশন” শীর্ষক শিরোনামে আলোচনা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের। আলোচক ছিলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ ও জ্যেষ্ঠ সাংবাদিক স্বপন দাশগুপ্ত।