সম্ভাব্য একাদশ বাংলাদেশ-আফগানিস্তানের

ক্রীড়া ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটি হারতে বসে জিতে গেছে বাংলাদেশ।

দশ মাসেরও অধিক সময় পর মাঠে নেমে কষ্টার্জিত জয় পেলেও সেটা আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।

সেই আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে আজ দুপুরে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা।

গুঞ্জন শোনা যাচ্ছে আগের একাদশ নিয়েই আজ ময়দানি লড়াইয়ে নামবে মাশরাফি বাহিনী। তবে টিম ম্যানজেমেন্ট যদি আজ একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলাতে চায় সেক্ষেত্রে দলে একটি পরিবর্তন আসতে পারে।

সেক্ষেত্রে তাইজুল ইসলামের পরিবর্তে দলে সুযোগ পেতে পারেন নাসির হোসেন।

অন্যদিকে আফগানিস্তানও তাদের আগের একাদশ নিয়েই মাঠে নামতে পারে। তবে একটি পরিবর্তন হলেও হতে পারে। সেক্ষেত্রে নাভীন-উল-হকের পরিবর্তে আজ অভিষেক হয়ে যেতে পারে কিশোর ফাস্ট বোলার করিম জানাতের।

তার আগে চলুন দেখে নিই দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তান ও বাংলাদেশের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
১. তামিম ইকবাল
২. সৌম্য সরকার
৩. ইমরুল কায়েস
৪. মাহমুদউল্লাহ রিয়াদ
৫. সাকিব আল হাসান
৬. মুশফিকুর রহিম
৭. সাব্বির রহমান
৮. মাশরাফি বিন মুর্তজা
৯. নাসির হোসেন
১০. তাসকিন আহমেদ
১১. রুবেল হোসেন।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ :
১. মোহাম্মদ শাহজাদ
২. শাবির নুরি
৩. রহমত শাহ
৪. হাশমতউল্লাহ শাহিদি
৫. আসগর স্টানিকজাই
৬. মোহাম্মদ নবী
৭. নাজিবুল্লাহ জাদরান
৮. রশিদ খান
৯. মিরওয়াইজ আশরাফ
১০. দাওলাত জাদরান
১১. করিম জানাত।