সম্প্রতি ব্যাট হাতে সময়টা দারুণ কাটাচ্ছেন বিরাট

ক্রীড়া ডেস্ক : সম্প্রতি ব্যাট হাতে সময়টা দারুণ কাটাচ্ছেন বিরাট কোহলি। মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে ব্যাট হাতে অসাধারণ দুটি মাইলফলকে পৌঁছেন ভারতীয় এ টেস্ট অধিনায়ক।

ইংল্যান্ডের বিপেক্ষে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন বিরাট কোহলি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ক্যারিয়ারের ৮৯তম ইনিংসে এ মাইলফলকে পৌঁছেন তিনি। ভারতের ষষ্ঠ দ্রুত ব্যাটসম্যান হিসাবে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন কোহলি।

সেই সঙ্গে চলতি বছর টেস্টে ১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন কোহলি। এবার মাত্র ১১ ম্যাচে ১ হাজার রানের মাইলফলকে স্পর্শ করেন তিনি। শচীন টেন্ডুলকার এবং রাহুল দ্রাবিড়ের পর তৃতীয় কোনো ভারতীয় অধিনায়ক হিসেবে এ মাইলফলক ছুঁলেন তিনি।

চলতি বছর চতুর্থ সর্বোচ্চ রানস্কোরার কোহলি। যেখানে ভারতীয় অধিনায়কের গড় ৫৯.০৬ করে। এবার দুটি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন ২৮ বছর বয়সি ভারতীয় এ ব্যাটিং জিনিয়াস।

১৯৯৭ সালের ৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টেস্টে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন ভারতীয় কিংবদন্তী ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। মুম্বাইয়ের সেই একই ভেন্যুতে ডিসেম্বর মাসেই ৪ হাজার রানের মাইলফলকে পৌঁছলেন বিরাট কোহলি।