‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জেলা প্রতিনিধিঃ খুলনায় ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) অর্ধ দিবসব্যাপী খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জনপ্রসাশন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ লোক-প্রসাশন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), ঢাকা এবং খুলনা জেলা প্রশাসন যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
বিপিএটিসি’র কোর কোর্সগুলোর সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া বলেন, দক্ষ এবং যোগ্য মানবসম্পদ উন্নয়নের মধ্যদিয়ে বাংলাদেশ সমৃদ্ধির অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যোগ্য নেতৃত্বের কারণে মানুষের জীবনযাত্রা এখন অনেক উন্নত। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মধ্য দিয়ে গ্রামগুলো শহরে রূপ নেবে। মোংলা সমুদ্রবন্দর, পদ্মাসেতু, নির্মিতব্য খানজাহান আলী বিমানবন্দর এবং সুন্দরবনের অবস্থানের কারণে অবহেলিত দক্ষিণাঞ্চল এখন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সবার সহযোগিতা পেলে বাংলাদেশ অচিরেই সমৃদ্ধ হয়ে উঠবে।
বিপিএটিসি’র এমডিএস সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এবং খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপ পুলিশ কমিশনার মো. এহসান শাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিপিএটিসি’র এমডিএস ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া। স্বাগত জানান বিপিএটিসি’র পরিচালক মো. মসিউর রহমান।
সেমিনারে খুলনার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা ও সাংবাদিকরা অংশ নেন।