সমন্বিত ভর্তি পরীক্ষার বিপক্ষে ডাকসু

নিজস্ব প্রতিবেদকঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় পর্যায়ে সমন্বিত ভর্তি পরীক্ষার বিপক্ষে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

শনিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ডাকসুর সভায় এমন সুপারিশ করা হয়েছে।

সভা শেষে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী সাংবাদিকদের বলেন, ১৯৭৩ এর অধ্যাদেশ অনুযায়ী ঢাবির ঐতিহ্য ও স্বকীয়তা বজায় রাখতে আমরা সমন্বিত ভর্তি পরীক্ষার বিপক্ষে রায় দিয়েছি। অর্থাৎ বিশ্ববিদ্যালয় তার স্বতন্ত্র ভর্তি প্রক্রিয়া পদ্ধতি অব্যাহত রাখবে।

তিনি বলেন, এর আগে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সভাতেও আমরা এ কথা জানিয়েছি।