বছরব্যাপী এক লাখ বৃক্ষ রোপণ কর্মসূচি

‘সবুজে সাজুক ঢাকা’

সবুজে সাজুক ঢাকা

মুজিববর্ষে প্রধানমন্ত্রী ঘোষিত সারাদেশে এক কোটি বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে রাজধানী ঢাকা সবুজায়নে বছরজুড়ে এক লাখ বৃক্ষরোপণ অভিযান শুরু করলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। নাগরিক ঢাকার সহযোগিতায় মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় এলাকাবাসী, গণমাধ্যম ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে রাজধানীর মিরপুর ১০ নম্বার সেকশনের জাতীয় মুকুল ফৌজ মাঠ থেকে শুরু হলো এই বৃক্ষরোপণ অভিযান।

এ সময় মেয়র আতিক তার উদ্বোধনী বক্তব্যে জানান, ‘সবুজে সাজুক ঢাকা’এই শ্লোগান হৃদয়ে ধারণ করে ডিএনসিসি শহরজুড়ে বছরজুড়ে এক লাখ পরিবেশবান্ধব বৃক্ষ রোপণ করতে যাচ্ছে। এই সময়ে মূলত তিন ধরনের গাছ লাগানো হবে।

প্রথমত, বনজ বৃক্ষ, যেমন, রেইনট্রি, মেহগনি, একাশিয়া, গালাতিয়া, ইপিল ইপিল। দ্বিতীয়ত, ওষধি গাছ, যেমন, অর্জুন, নিম, বহেরা, হরিতকি। এবং তৃতীয়ত, ফলদ গাছ, যেমন, আম, জাম, কাঁঠাল, লেবু, পেয়ারা। প্রথম দফায় ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের প্রতিটিতে এক হাজার করে মোট ৫৪ হাজার গাছ লাগানো হবে। এভাবে বছর ফুরানোর আগেই শহরজুড়ে তাজা অক্সিজেনদায়ী নতুন এক লাখ সবুজ প্রাণের সঞ্চার ঘটানো হবে।

সুন্দর ও স্বাস্থ্যপ্রদ নাগরিক পরিবেশ গড়ে তোলার জন্য গাছের অসীম গুরুত্বের কথা তুলে ধরে নগরপিতা বলেন, একটি শহরের আয়তন অনুসারে তার অন্তত ২৫ ভাগ জায়গা জুড়ে সবুজ গাছপালা ও খোলা হাওয়ার অবাধ চলাচল থাকা অপরিহার্য। অথচ দেশের রাজধানী ঢাকায় দৃশ্যমান সবুজের উপস্থিতি মাত্র ৫ ভাগ। অতএব, এই ছবিটা বদলে দিয়ে নিজেদের ও এই শহরকে বাঁচাতে বৃক্ষ রোপণ অভিযানে যোগ দেয়ার জন্য নগরবাসী সবার প্রতি আহ্বান জানান তিনি। আয়োজনটিতে জুম ভিডিও মাধ্যমে সরাসরি সংযুক্ত হন চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) জনাব শাইখ সিরাজ।

ডিএনসিসির বৃক্ষরোপণ অভিযান বাস্তবায়নে বনায়নের সহায়তায় সক্রিয় সহযোগিতা প্রদানকারী ‘নাগরিক ঢাকা’এর সভাপতি এম নাঈম হোসেন কার্যক্রম সফল করতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান।

এ সময় ডিএনসিসির ৫৪টি ওয়ার্ড কমিশনারদের হাতে বছরব্যাপী রোপণের জন্য বৃক্ষচারা তুলে দেয়া হয়। পরিণত হওয়ার পূর্ব পর্যন্ত এসব গাছ দেখাশোনার জন্য বিশেষ দায়িত্বও দেয়া হয়েছে ১০ জন কাউন্সেলরের ওপর। সবশেষে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম ও নাগরিক ঢাকার সভাপতি এম নাঈম হোসেন মাঠ প্রাঙ্গণে তিনটি বৃক্ষচারা রোপণের মাধ্যমে রাজধানীতে বছরজুড়ে এ বৃক্ষরোপণ অভিযানের আনুষ্ঠানিক সূচনা ঘটান।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লা এম পি ঢাকা-১৬। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর বৃন্দ। উপস্থিত ছিলেন ৪৬নং ওয়ার্ড, কাউন্সিলর মোঃ জাইদুল ইসলাম মোল্লা।