সবুজবাগে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোর খুন

রাজধানীর সবুজবাগে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হলো ১৫ বছরের এক কিশোর।

সোমবার রাত ১০ টা ১৩ মিনিট। সবুজবাগের রাজারবাগ কারখানায় প্রিন্টিংয়ের কাজ সেরে বাসার সামন আসে জব্বার। প্রথমে ইমনের সাথে তর্কাতর্কি, এরপর ঘটনাস্থলে আসে ইমনের ভাই ইয়াসিন। একপর্যায়ে ইয়াসিন, পকেট থেকে ছুরি বের করে আঘাত করে জব্বারকে।

ঘটনার একদিন পর গত মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জব্বার। পরিবারের অভিযোগ ইয়াসিন এবং ইমন মারামারির এপর্যায়েও হত্যা করে জব্বারকে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা।

এলাকায় বখাটে হিসেবে পরিচিত ইয়াসিন এবং ইমন। তারা ভাঙাড়ির দোকানে কাজ করে। প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করেন সেই দিনের ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘প্রথমে দাঁড়িয়ে ছিল। এক কথায় দুই কথায় গালাগালি শুরু হয়। আমরা পাশে দাঁড়িয়ে ছিলাম। কথার মধ্যেই এক পর্যায়ে হাতাহাতির ভেতর এই কাহিনী হইছে।’

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সবুজবাগ থানায় একটি হত্যা মামলা করেছে। পুলিশ জানায়, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে এই বিষয়ে পুলিশ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি।