সবার আগে চেন্নাই সুপার কিংস দুবাই যাচ্ছে!

নানা চড়াই উৎরাইয়ের পর অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর। ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে মাঠে গড়াবে এবারের আসর। আইপিএল খেলতে প্রথম দল হিসেবে আরব আমিরাতে যাচ্ছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস ।

আইপিএলের অন্য দলগুলো ২০ আগস্টের মধ্যে আরব আমিরাতের উদ্দেশে পাড়ি জমানোর কথা। তবে সবার আগে আগস্টের দ্বিতীয় সপ্তাহেই মরুর দেশে পৌঁছাতে চায় চেন্নাই।

আইপিএলের গত আসরে রানার্সআপ ছিল চেন্নাই। শ্বাসরুদ্ধকর ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে শিরোপা খুইয়েছিল।

চলতি আসরের আগে করোনা পরিস্থিতির কারণে ঠিকমতো প্রস্তুতি নিতে পারেনি দলটি। তবে অনেক খেলোয়াড়ই নিজ উদ্যোগে অনুশীলন করেছেন

গত বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। আইপিএল দিয়েই তিনি মাঠে প্রত্যাবর্তন করবেন বলে আশাবাদী তার ভক্তরা। দলের সঙ্গে তার আরব আমিরাতে যাওয়ার কথা রয়েছে তার। আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ নভেম্বর।