‘সবাইকে আইন মানতে হবে অন্যথায় বিচারের মুখোমুখি হতে হবে’

সবাইকে আইন মানতে হবে অন্যথায় বিচারের মুখোমুখি হতে হবে

অপরাধীকে সাজা দিয়েই আইনের শাসন প্রতিষ্ঠা করা যায়। সবাইকে আইন মানতে হবে অন্যথায় বিচারের মুখোমুখি হতে হবে। বিচার বিভাগের মূলকাজ ন্যায় বিচার নিশ্চিত করা। বিচারক ও আইনজীবীদের সম্মিলিতভাবে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফরিদপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনকালে এসব কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে বিচার কাজ যখন থমকে গিয়েছিলো তখন ভার্চুয়াল কোর্টের মাধ্যমে বিচারকাজ চালিয়ে নেয়া হয়েছে। এসময় ৫০ হাজার বেল পিটিশন শুনানি হয়েছে।

জেলা ও দায়রা জজ মো. সেলিম মিয়ার সভাপতিত্বে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সুধী সমাবেশে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. মঞ্জুর হোসেন, জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলীমুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৫৪ কোটি ২৯ রাখ ৪৬ হাজার টাকা প্রাক্কলিত ব্যায় ধরে আদালত চত্বরে ১২ তলা ফাউন্ডেশনের ভবনটির আট তলা পর্যন্ত নির্মাণকাজ শেষ হয়েছে।