সন্ত্রাসী হামলায় গোটা সিরিয়া বিদ্যুৎ বিচ্ছিন্ন

গোটা সিরিয়া বিদ্যুৎ বিচ্ছিন্ন

আরব গ্যাস পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা সিরিয়া। রোববার (২৩ আগস্ট) রাতে শক্তিশালী বিস্ফোরণ হয়। এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ উল্লেখ করে বিবৃতি দিয়েছে সিরীয় সরকার।

সিরীয় বিদ্যুৎমন্ত্রী মোহাম্মদ খারবোতলিকে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সানায় বলেছেন, রোববার গভীর রাতে দামেস্কর পাশে হঠাৎ করেই পাইপলাইনে বিস্ফোরণ কেঁপে উঠে রাজধানী দামেস্কের উপকণ্ঠ। এতে তাৎক্ষণিক গোটা সিরিয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দেশটি কয়েকটি প্রদেশের বিভিন্ন জায়গায় গ্যাস সরবরাহও কমে এসেছে।

কয়েকটি পাওয়ার স্টেশনে পুনঃসংযোগ দেয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

জ্বালানি মন্ত্রী আলি ঘানেম বলেন, দক্ষিণাঞ্চলীয় সিরিয়ায় গ্যাস সরবরাহকারী প্রধান পাইপলাইনে বিস্ফোরণের কারণ সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারে। ৩৬ ইঞ্চির এ পাইপ দিয়ে দেশের দক্ষিণের তিনটি বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ করা হয়।

তবে অনেক আবাসিক এলাকা এখনো অন্ধকারেই রয়েছে। বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে দেশটির সরকার।