সংসার জীবনে সুখ নেই কিভাবে বুঝবেন?

জীবনের একটা সময় সঙ্গীর সাথে ঘর বেঁধে শুরু হয় নতুন এক অধ্যায়ের। গড়ে উঠে পরস্পর সম্পর্ক ও ভালোবাসা, কিন্তু সব সম্পর্কই চিরস্থায়ী হয়? অনেক সম্পর্ক একটা সময় গতিহীন বা লক্ষ্যহীন হয়ে পড়ে।

অনেক সম্পর্ক আছে যে দীর্ঘদিন এক সাথে সংসার করেও দিন দিন প্রেমহীন এক সম্পর্কের জন্ম দেয়। কখনো এর এত ধীরগতি হয় যে আপনি সেখানে কখন বা কিভাবে গিয়েছেন জানতে পারবেন না। সে তো থাকবেই এমন ভাবনা থেকে সঙ্গীর সাথে ভালো সম্পর্ক করা বা সময় কাটানো থেকে বিরত থাকে তা নিজেও বুঝতে পারবেন না। টাইমস অব ইন্ডিয়া প্রকাশ করেছে এমন কিছু লক্ষণের কথা, যা দেখে বোঝা যাবে আপনার দাম্পত্য জীবন অসুখি হতে চলেছে।

মানসিক এবং শারীরিক ঘনিষ্ঠতার অভাব
মানসিক এবং শারীরিক ঘনিষ্ঠতার সংমিশ্রণই বিয়ের সম্পর্ককে রোমান্টিক করে তোলে। যখন উভয় জিনিস অনুপস্থিত থাকে তখন আপনি অসন্তুষ্ট বোধ করবেন, এটাই স্বাভাবিক। তাই আপনাদের ভেতর শারীরিক ও মানসিক সম্পর্ক যথাযথ আছে কি-না তা খেয়াল করে দেখুন। দু’জনের প্রচেষ্টায়ই একটি সুন্দর দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব।