সংবাদ প্রকাশের জের সাংবাদিককে জিম্মি করে মুক্তি পণ আদায়

অমল ঘোষ টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি: গতকাল শুক্রবার টঙ্গীর নিকটবর্তী কামারপাড়া ব্রীজ এলাকায় আলম চানের বালুর গদিতে সাংবাদিককে জিম্মি করে মুক্তি পন আদায় ও মারধরের ঘটনা ঘটেছে।
জানা যায়, সাপ্তাহিক সাইক্লোন সংবাদ পত্রের নির্বাহী সম্পাদক মোঃ হালিম রিজভী গত সাত আট মাস আগে আলম চানের অবৈধ বালুর গদি সম্পর্কে সংবাদ প্রকাশ করে। পরবর্তীতে নির্বাহী ম্যাজিষ্ট্রেড ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আলম চানের বালুর গদির কার্যক্রম বন্ধ করে দেয়। এতে গদির মালিক আলম চানের ক্ষতি সাধিত হয়। গত কাল রাত ১১ টার দিকে হালিম রিজভী হোন্ডা যোগে টঙ্গী থেকে বাসায় ফেরার পথে আলম চাদের গদির সামনে গেলে আলম চান এবং তার সহযোগীরা তার গতি রোধ করে তার বালুর গদিতে নিয়ে যায়। একপর্যায়ে তাকে জিম্মি করে দুই লক্ষ টাকা মুক্তি পন দাবি করে। দাবিকৃত মুক্তি পনের দুই লক্ষ টাকা নিয়ে হালিম রিজভীর মামা মোঃ আক্তারুজ্জামান ঘটনাস্থলে হাজির হয়। তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে আলম চান এবং তার সহযোগীরা হালিম রিজভী ও তার মামা আক্তারুজ্জামান এর উপর হামলা করে। এতে আক্তারুজ্জামান গুরুত্বর আহত হয়। তাদের ডাক চিৎকারে পথচারীরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে আক্তারুজ্জামানকে টঙ্গী সরকারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ব্যাপারে তুরাগ থানায় আক্তারুজ্জামান বাদি হয়ে আলম চান, সালাম মিয়া, আমান, মিজান, শহিদুল ইসলামের নামে একটি অভিযোগ দায়ের করে।