শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন

মুজিববর্ষ উপলক্ষে একাদশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়েছে। সংসদ কক্ষে জাতির জনকের ছবিসহ এমন বৈঠকের আয়োজন, সংসদের ইতিহাসে এই প্রথম।

রোববার (০৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় শুরু হয় এ অধিবেশন।

অধিবেশনের শুরুতে সম্প্রতি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, হেফাজতে ইসলামের আমীর আল্লামা শফীসহ মৃত্যুবরণ করা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশসহ কয়েকটি বিল ও আইনের খসড়া উপস্থাপন করেন সংশ্লিষ্টরা।

মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত এ বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

রাষ্ট্রপতির ভাষণের আগে বঙ্গবন্ধুর স্বদেশে প্রত্যাবর্তনের ভাষণ সংসদ কক্ষে দেখানো হবে। জাতির জনকের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর রাষ্ট্রপতির স্মারক বক্তৃতার পর তা নিয়ে আলোচনার জন্য একটি সাধারণ প্রস্তাব গ্রহণ করা হবে।