শুরু বাংলাদেশ বিমানবাহিনীর পঞ্চাশ বছর পূর্তির ক্ষণগণনা

শুরু হলো বাংলাদেশ বিমান বাহিনীর পঞ্চাশ বছর পূর্তির ক্ষণগণনা ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) তেজগাঁও বিএএফ শাহীন হলে এই কর্মসূচির উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে শুরুতেই দুটি স্মারক ডাক টিকিটের উন্মোচন করা হয়। এর মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী সূবর্ণ জয়ন্তী উদযাপনের লক্ষ্যে বছরব্যাপী কর্মসূচি পালন করবে।

অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের অবদান, আত্মত্যাগ, স্বাধীনতার চেতনা আর দেশ প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরা হয়।

এসময় মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিষ্ঠার উপর নির্মিত প্রামাণ্যচিত্র কিলোফ্লাইট ও বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের উপর নির্মিত বিশেষ প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হয়